আমিরাতে গেলেন বিমান বাহিনী প্রধান

দুই সফরসঙ্গীসহ সংযুক্ত আরব আমিরাতে গেছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে জানিয়েছে আইএসপিআর।

এ সময়ে বিমান বাহিনী প্রধান শারজায় অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে ওই প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহল প্লান্ট পরিদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ওই প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।