শুধু বড় শহরে নয়, অন্যান্য শহরেও আইনজীবীদের ভবন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই, আইনজীবী সমিতির ভবন কেবল বড় বড় শহরে না, অন্যান্য শহরেও হবে।

শনিবার (২১ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে অত্যাধুনিক সুযোগ-সুবিধাযুক্ত নবনির্মিত ১৫তলা বার কাউন্সিলের ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিচারকদের আবাসন সমস্যা দূর করতে কাকরাইলে ২০তলা বিশিষ্ট বিচারপতি ভবন করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজিমপুরে ২০তলা বিশিষ্ট জাজেস কোয়ার্টার করে দেওয়া হয়েছে। আইনজীবী সমিতির ভবন করে দেওয়া হয়েছে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়। আমি জানি, আইনজীবী ভবন করে দেওয়ার একটি দাবি আছে। তবে আর্থিকভাবে যত সচ্ছলতা আসবে পর্যায়ক্রমে সেটি করে দিতে পারবো। তবে একটা শর্ত আছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের আইনজীবীদের কিছুটা সক্রিয় হতে হবে। আপনারা একটা ফান্ড তৈরি করেন, আপনারাও কিছু দেন। আর সরকারের পক্ষ থেকে আমি তো বলেছি— আমরা করে দেবো।’

তিনি বলেন, ‘সব জেলায় যারা সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন, তাদের মাসিক রিটেইন ফি চার-পাঁচ গুণ বৃদ্ধি করা হয়েছে। মামলার শুনানির জন্য দৈনিক ফি এবং ভেলুয়েশন ফি বাড়ানো হয়েছে।’

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন...

বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী