সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ঢাকা নদীবন্দরে ৩ নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। ফলে সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চসহ যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এ নির্দেশনা দিয়েছে।

শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়, ফলে ফিরে যেতে বাধ্য হন যাত্রীরা

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। পরিবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

এদিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সদরঘাটে এসে লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। অবরোধের কারণে অধিকাংশ যাত্রীই শুক্রবার সদরঘাট এসেছিলেন দক্ষিণাঞ্চলের নিজ গন্তব্যে যাওয়ার জন্য। লঞ্চ বন্ধ থাকায় অপেক্ষা করে অনেকেই ছুটে যাচ্ছেন সায়দাবাদ বাস টার্মিনালে। আবার অনেককে ফিরে যেতেও দেখা গেছে।

সদরঘাট এলাকার খেয়া পারাপার চলছে

ভোলাগামী যাত্রী রাকীব ফরাজী বলেন, মিরপুর-২ থেকে এই বৃষ্টির মধ্যে সদরঘাট আসলাম। এসে দেখি লঞ্চ নেই। অপেক্ষা করছিলাম যদি লঞ্চ ছাড়ে। কিন্তু সবাই বলছে ছাড়বে না। তাই এখন আবার মিরপুর চলে যাবো।

বরিশালগামী যাত্রী নূর আলম বলেন, প্রতিদিন অবরোধ-ঝামেলা, তাই শুক্রবার আসলাম বাড়ি যাবো বলে। এসে দেখি লঞ্চ যাবে না। এখন সায়দাবাদ যাবো ভাবছি।

ঝড়ো আবহাওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ, যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন সদরঘাট থেকে

লঞ্চ চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক আছে সদরঘাট এলাকার খেয়া পারাপার অব্যাহত আছে। যাত্রী কম হলেও ওয়াইজ ঘাট ও নীলকুঠি ঘাট থেকে পারাপার করছেন খেয়া মাঝিরা। বৃষ্টির কারণে যাত্রীদের ছাতা মাথায় দিয়েই খেয়া পারাপার হতে দেখা যায়।

ছবি: নাসিরুল ইসলাম।