মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ

বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয় দেখবেন প্রধানমন্ত্রী, টেলিযোগাযোগ পলক

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে কার্যকর হয়েছে তাদের পদত্যাগ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। তারা তিন জনই ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী।

এদিকে আজ বুধবার (২৯ নভেম্বর) টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গৃহীত হওয়ায় তাদের দফতর বণ্টন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর, অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একই সঙ্গে একই দিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। পদত্যাগ আজকে থেকেই কার্যকর বলে জানিয়েছেন পদত্যাগপত্র জমা দেওয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।