প্রধানমন্ত্রীর কান্নাকে মায়ের মমতা, আবেগ বলেই আখ্যায়িত করেছেন অনেকে। ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর ছবি শেয়ার দিয়ে বলেছেন,‘জয় বাংলা।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘সব অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আজকের বিজয়ের গল্প সেরা লেখকরাও লিখতে পারবেন কিনা জানি না। মনে পড়ছিলো মুলতান, মনে পড়ছিলো ঢাকার গত এশিয়া কাপের ২ রানের ঘাটতি। বাংলাদেশ সর্বক্ষেত্রে পাল্টে যাচ্ছে দ্রুত।’
শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘মায়ের জয় মানেই মেয়ের জয়। হাসু বুবুর জয় মানেই বাংলাদেশের জয়। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে শক্তিশালী বার্তা বহন করছে ছবিটি। ধন্যবাদ ছবি কারিগরকে।’
ফেসবুকে আশরাফ সিদ্দিকী বিটু লিখেছেন,‘এ অশ্রু শক্তির, ভালবাসা, আমাদের আস্থার…জয় বাংলা।’ ফেসবুকে প্রধানমন্ত্রীর কান্নার ছবি শেয়ার করে সাঈদ মিজানুর রহমান লিখেছেন,‘আমাদের প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা এভাবেই অশ্রুশিক্ত হয়েছেন। এই অশ্রু ঝরা মার্চ মাসে পাকিস্তানকে পরাজিত করার আনন্দে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
‘কতোটা পার্থ্ক্য,এক নেত্রী আবেগে কাঁদেন দেশের জয়ে। আরেক নেত্রী কাঁদেন পাকিস্তানের পরাজয়ে,’ জয় বাংলা লিখেছেন আনিসুল হক সুমন।
আজিজুল হাকিম নামের একজন লিখেছেন, ‘কিছু কান্নার জন্য সাহস লাগে।’
প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে রাশেদ রনি লিখেছেন, ‘জয় বাংলার এই মেয়েটা যখন মাঠে বসে খেলা দেখে তখন ওই ১১টা বাঘ তখন গর্জে উঠে তুমুল উল্লাসে, জয় বাংলা।’
রুশো আহমেদ নামে এক ফেসবুক ইউজার লিখেছেন ‘দামাল ছেলেদের বিজয়ে অশ্রুসিক্ত দেশের অভিভাবক।’
‘Real lover of Bangladesh cricket team.. ’ সাবেক খেলোয়ার আরিফ খান জয় এমপি, প্রকাশ করেছেন তার অনুভূতি!
ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি লিখেছেন ‘দেশের বিজয়ে এমন আবেগ যিনি ধারণ করেন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
জেএ/এমএসএম/এইচকে/