ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে যারা আছেন

দ্বাদশ জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৫ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মাওলানা হুসামুদ্দীন চৌধুরীকে সভাপতি করে এই কমিটি গঠিত হয়।

এদিন অধিবেশনে মোট ১৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিগুলোর মধ্যে ১৪টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং দুটি সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি।

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন হাফেজ রুহুল আমিন মাদানী। তিনি দ্বাদশ নির্বাচনে পরাজিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসাবে আছেন– ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, এইচ এম ইব্রাহীম (নোয়াখালী-১), রশিদুজ্জামান (খুলনা-৬), বীর বাহাদুর উশৈসিং (বান্দরবান), রেজাউল হক চৌধুরী (কুষ্টিয়া-১), ননী গোপাল মণ্ডল (খুলনা-১), আবু জাফর মো. শফিউদ্দিন (কুমিল্লা-৮), মোহাম্মদ ফয়সাল (মুন্সীগঞ্জ-৩), আমানুর রহমান খান রানা (টাঙ্গাইল-৩)।

এর আগে, রবিবার আরও ১২টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন...

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ

যুব ও ক্রীড়ার সংসদীয় কমিটিতে মাশরাফি ও সাকিব