দেশের ৮৯ শতাংশ এলাকা ৪জি’র আওতায়: প্রতিমন্ত্রী

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশব্যাপী সর্বস্তরের জনগণকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আনতে চারটি মোবাইল অপারেটর টেলিকম সাইট স্থাপনের কার্যক্রম বাড়িয়েছে। বর্তমানে দেশে মোট অনুযায়ী ৪জি পপুলেশন কভারেজ ৯৮ দশমিক ৭৯, ২জি পপুলেশন কভারেজ ৯৯ দশমিক ৬৪ এবং আয়তন অনুযায়ী ৪জি আওতাভুক্ত এলাকা ৮৮ দশমিক ৭৮ শতাংশ, আর ২জি আওতাভুক্ত ৯৬ শতাংশ ৯১ এলাকা। গত ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী মোবাইল অপারেটরের সাইটের সংখ্যা ৫৬ হাজার ৯০৬টি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

স্বতন্ত্র সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দ্বাদশ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্তর্ভুক্ত নয়।