ধর্মঘটে না যেতে কোয়াবকে তথ্য প্রতিমন্ত্রীর অনুরোধ

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নেতাদের ধর্মঘটে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, কোয়াবের দাবি পূরণে তথ্য মন্ত্রণালয় কাজ করছে।

রবিবার (১০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা ধর্মঘট ডেকেছে ক্যাবল অপারেটররা।

ওটিটি প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বাংলাদেশি চ্যানেলগুলোকে দেখাচ্ছে। এর প্রতিবাদে ক্যাবল অপারেটররা সোমবার ধর্মঘট ডেকেছেন।

আরাফাত বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি কোয়াব থেকে দুজন, অ্যাটকো থেকে দুজন, আইএসপি অ্যাসোসিয়েশন থেকে দুজন প্রতিনিধি পাঠাতে। ডিটিএইচ থেকেও প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। তাদের নিয়ে একটি কোলাবরেশন সেল করা হয়েছে। শিগগির মিটিং হবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, সেখান থেকে সব সমস্যার সমাধানের পথে আমরা এগোবো। আমরা যেহেতু কথাগুলো শুনেছি এবং কাজ করছি, মাঝপথে এসে আমি মনে করি এ ধরনের ধর্মঘটে যাওয়া ঠিক হবে না। আমি তাদের অনুরোধ করবো এগুলোর মধ্যে না যেতে। কারণ আমরা তো কাজ করছি, কথা বলছি। আইনের মধ্য থেকে সব সমস্যার সমাধান করবো।