বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তার সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি। এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি দূতাবাসে রমজান মাস উপলক্ষে খাদ্য বাস্কেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান

রাষ্ট্রদূত বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া দুই দেশের জন্য প্রযোজ্য এমন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

চট্টগ্রাম সুমদ্র বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল ১৭ কোটি ডলার বিনিয়োগ করছে এবং এপ্রিলে তারা কাজ শুরু করতে পারে বলে তিনি জানান।

১৫ হাজার ৭০০ বাস্কেট খাবার বিতরণ করা হবে

এদিকে সানবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ১৫ হাজার ৭০০ বাস্কেট খাবার বিতরণ করা হবে। কিং সালমান হিউম্যানিটারিয়ান সেন্টার থেকে বিতরণ করা হবে এসব খাবারের বক্স। প্রতি বক্সে ২৪ কেজি খাবার থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

আরও পড়ুন- এ বছরই বাংলাদেশে আসতে পারেন সৌদি যুবরাজ