উপজেলা নির্বাচনে আগেভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার আহ্বান

উপজেলা পরিষদ নির্বাচনের এবার আগেভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৫ এপ্রিল, কিন্তু কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে তার আগেই জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ইসি।

এবার প্রথমবারের মতো পুরোটাই অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করেছে ইসি। সোমবার (২৫ মার্চ) ইসির পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ছাড়া কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের পাঠানোর জন্য ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।