ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছাড়লো বিমান বাংলাদেশের ফ্লাইট

২০০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ইতালির রোমের উদ্দেশ্যে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। দীর্ঘ নয় বছর পর আবারও ইতালির রোমে যাচ্ছে বিমান। মঙ্গলবার রাতে (২৬ মার্চ) আনুষ্ঠানিক ভাবে ফ্লাইটে উদ্বোধনী করা হয়।

বিজি ৩৫৫ ফ্লাইটটি ২৭ মার্চ রাত ৩টায় ঢাকা ত্যাগ করেছে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়।

বিমান জানিয়েছে, ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৪টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ১০ টা ১০ মিনিটে। রোম থেকে স্থানীয় সময় সকাল ১১ টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন রাত ১২ টা ৩০ মিনিট।

বিমান আরও  জানিয়েছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। ২৬ মার্চ বুকিং তথ্য অনুযায়ী প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৩ এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রা করবেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে ৭ জন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন যাত্রা করবে। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে যাত্রী ধারণক্ষমতা বিজনেস ক্লাসে ২৪ এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জনসহ মোট ২৭১ জন।