‘আপনাকে আজ বিলিয়ে দে...’

আজ ঈদ। মুসলিম জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ। ৩০ দিন রোজা রাখার পর আজ সবাই মেতে উঠেছেন উৎসবের আমেজে। সব ভেদাভেদ ভুলে এক হয়ে গেছেন ঈদের আনন্দ উদযাপনে। ছোট-বড়, ধনী-গরিবের ব্যবধান মিলিয়ে গেছে ঈদের জামাতে। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষ পাশাপাশি কাতারে দাঁড়িয়ে আদায় করেছেন ঈদের নামাজ, নামাজ শেষে প্রিয় মানুষদের টেনে নিয়েছেন বুকে। ত্যাগ, সংযম আর ভ্রাতৃত্বের মহিমায় ঈদের খুশি ছড়িয়ে পড়েছে দিকে দিকে। বাতাসে যেন ছড়িয়ে পড়েছে জাতীয় কবির সুর, ‘তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ...’

জাতীয় ঈদগাহ ময়দানের ছবি

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার পর শুভেচ্ছা বিনিময়

ঈদের শুভেচ্ছা বিনিময়ে থাকেনি কোনও ভেদাভেদ

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার পর শুভেচ্ছা বিনিময়

ঈদের আনন্দ আরও বেড়ে যায় পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে

দোয়ায় শরিক হন ছোট-বড় সকলে

মন উজাড় করে প্রার্থনা করেন মুসল্লিরা

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহের প্রধান জামাতে শরিক হন মুসল্লিরা

পরিবারের সদস্যদের ছোট-বড় নিয়ে ঈদের নামাজ পড়তে আসেন অনেকে

জাতীয় ঈদগাহে ঈদের জামাত

জাতীয় ঈদগাহ ময়দানের বাইরেও ঈদের জামাতে শরিক হন অনেকে

জাতীয় ঈদগাহ ময়দান ছাড়িয়ে রাজপথেও ঈদের জামাতে অংশ নেন রাজধানীবাসী

জাতীয় ঈদগাহে ঈদের জামাত

জাতীয় ঈদগাহে ঈদের জামাত

জাতীয় ঈদগাহে ঈদের জামাত

ঈদের খুশি ক্যামেরায় ধরে রাখার চেষ্টা