৭ মার্চ উপলক্ষে আজ ‘জয় বাংলা কনসার্ট’

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘জয় বাংলা কনসার্টের’ আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত।

দ্বিতীয়বারের এ আয়োজনে এবার গানে গানে দর্শক মাতাবেন দেশের শীর্ষ সাত ব্যান্ডদল। গান গাইবে ওয়ারফেজ, শিরোনামহীন, ক্রিপ্টিক ফেইট, লালন, শূণ্য, নেমেসিস, এবং আর্বোভাইরাস।

এবারের কনসার্টের বিশেষ আকর্ষণ থাকবে ওয়ারফেজের কণ্ঠে জর্জ হ্যারিসনের বিখ্যাত ‘বাংলাদেশ’ গানটি।

এছাড়াও প্রতিটি ব্যান্ড দলই দর্শকদের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুপ্রেরণামূলক গানগুলো গেয়ে শোনাবেন। এবারই প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি রঙিন সংস্করণ প্রদর্শন করা হবে। খবর বাসস।

/এসটি/