স্পিকারদের আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন শিরীন শারমিন চৌধুরী

সুইজারল্যান্ডের জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১৯ মে) বিকালে ঢাকায় পৌঁছান তিনি।

শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভায় ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সভায় যোগদান করেন। সফরকালে ‘ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদফতরে প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সভাতেও অংশগ্রহণ করেন তিনি। 

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও স্পিকারের সফরসঙ্গী ছিলেন।