বাজেটে কত টাকা থাকছে জাতীয় সংসদের জন্য?

জাতীয় সংসদের জন্য আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে খাতে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থবছরের বাজেট অনুমোদন ছাড়াও চলতি ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটও অনুমোদন পায়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছিল। সংশোধিত বাজেটে ১৩ কোটি টাকার মতো কমিয়ে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে চলতি অর্থ বছরের মূল বাজেটের তুলনায় নতুন অর্থবছরের বাজেট ১০ কোটির মতো বেড়েছে।

বৈঠকে ২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।

বৈঠক ‍সূ্ত্রে জানা গেছে, কমিশন সভায় আপ্যায়নসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমান বর্তমানের চেয়ে ৫০ টাকা করে বেড়েছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, কমিশন সভায় সংসদ সচিবালয়ের নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন ও চলতি অর্থ বছরের সংশোধিক বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে গত বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রতিততে কমিটি সন্তোষ প্রকাশ করেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশন সভায় কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের বৈঠকে অংশ নেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।