কোরবানিতে চাহিদার চেয়ে ২৩ লাখ পশু বেশি আছে

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, এ বছর কোরবানিতে পশুর চাহিদা ১ কোটি ৭ লাখ, তবে প্রস্তুত আছে প্রায় ১ কোটি ৩০ লাখ পশু।

বৃহস্পতিবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান মন্ত্রী।

চাহিদার বেশি যোগান থাকলে গরুর দাম এত বেশি কেন— প্রশ্নে মন্ত্রী বলেন, বাজারে কারসাজি করে দাম বৃদ্ধি করলে বাজার নিয়ন্ত্রণে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে দাম নির্ধারণের দায়িত্ব আমাদের না। এটি চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে। সরবরাহ বাড়ানোর দায়িত্ব আমাদের এবং আমরা সেটি করেছি।