সুদানে নিয়ে অপহরণ, মানবপাচার চক্রের ৭ সদস্য আটক

মানবপাচারসুদানে নিয়ে অপহরণের পর স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যরা, এমন অভিযোগ পাওয়ার পর রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। একইসঙ্গে লিবিয়ার বেনগাজী থেকে অপহৃতকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।  
আটক অভিযুক্তরা হলেন আব্দুল কাইয়ুম(৪৪), খোকন আহম্মেদ আজগর আলী(৩০), জাহাঙ্গীর আলম(৩০), নাসির উদ্দিন(৪০), ফারুকুল ইসলাম রাসেল(৩১), রুবেল হাওলাদার(২৯) ও বাদল হাওলাদার(৩৫)।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বলেন, আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়ার বেনগাজী থেকে সমর আলীকে উদ্ধার করা হয়। তবে লিবিয়ায় এ চক্রের সদস্য ইসমাইল ওরফে রাসেল, রায়হান ওরফে সবুজ, রাকিব ও অন্যরা পালিয়ে যায়। ভিকটিম সমরকে পরে লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে নিয়ে আসা হয়।

শনিবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার রাজধানীর টিকাটুলির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সিলেটের কোম্পানীগঞ্জের চাটিবর গ্রামের আছির আলীর ছেলে কনু মিয়া সম্প্রতি তাদের কাছে অভিযোগ করেন, তার সন্তান সমর আলীকে ভালো বেতনের কথা বলে সুদানে নিয়ে যাওয়ার পর অপহরণ করে মুক্তিপণ দাবী করে চক্রটি। এরপরই চক্রের তথ্য অনুসন্ধানে গোয়েন্দারা তথ্য সংগ্রহ করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে গোয়েন্দাদের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে মানবপাচারের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেন তারা। পরে ১২ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানসহ পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এসব স্থান থেকে মানব পাচারের সঙ্গে জড়িত সাতজনকে আটক করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুদান হয়ে লিবিয়ায় পাচার হওয়া সমর আলীর বাবা কনু মিয়া। তিনি জানান, ছেলেকে বাঁচাতে জমি ও গরু বিক্রিসহ সুদে টাকা ধার করে পাঁচ লাখ টাকা পাচারকারীদের হাতে মুক্তিপণ হিসেবে তুলে দেন। টাকা দেওয়ার পরও ছেলেকে ফিরে না পেয়ে তিনি সিলেটের সুনামগঞ্জের কোম্পানিগঞ্জ থানায় যান। তাদের কাছে সাহায্য চেয়ে না পেয়ে ঢাকার র‌্যাব-৩ এর কার্যালয়ে এসে অভিযোগ করেন।

/জেইউ/এইচকে/