বিশ্বব্যাপী চতুর্থ শিল্প বিপ্লব ইতিমধ্যেই পুরোদমে চলছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ‘বাংলা ভাষায় হাই-এন্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সফ্টওয়্যার, ওসিআর সফ্টওয়্যার এবং সার্চ ইঞ্জিন ইত্যাদিতে আরও বেশি বিনিয়োগ করার সময় এসেছে।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের শিক্ষাব্যবস্থার দিকে তাকাই, বিশেষ করে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে; এখানে লক্ষণীয় যে, আমাদের মাতৃভাষা বাংলায় একাডেমিক পাঠ্যপুস্তক, কলাম এবং নিবন্ধ, জার্নাল এবং মাল্টিমিডিয়া বিষয়বস্তু প্রায় সব শাখাতেই অত্যন্ত বিরল। আমি বিশ্বাস করি যে বৃহত্তর একাডেমিয়ার যেকোনও ক্ষেত্রে উন্নত জ্ঞানের শিক্ষাদানের পাশাপাশি এর প্রয়োগে দক্ষ তরুণ প্রজন্মের তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমি বুঝতে পারি যে, অনুরূপ প্রয়োজনীয়তা অনেক ঔপনিবেশিক পরবর্তী উন্নয়নশীল রাষ্ট্রগুলোতেও বিদ্যমান। আমি আশা করি, বাংলাদেশের নীতিনির্ধারক, পণ্ডিত, পেশাজীবী এবং উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবাই এই চ্যালেঞ্জ মোকাবিলায় আরও একাডেমিক এবং প্রযুক্তিগত প্রচেষ্টা শুরু করবেন এবং আমাদের উত্তরসূরিদের জন্য আরও সমৃদ্ধ ভাষাগত উত্তরাধিকার রেখে যাবেন। বিস্তৃতভাবে বলতে গেলে এটি সমগ্র গ্লোবাল সাউথের জন্য প্রযোজ্য।’