পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ

আগারগাঁও ও শেরে বাংলা নগর এলাকায় কালো ধোয়া ছাড়ার অপরাধে ৬টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্কও করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইনভঙ্গের দায়ে তাদের জরিমানা করা হয়েছে। 

এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতের দায়ে ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। সাধারণ জনগণকেও সচেতন করা হয়।

পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।