ঈদুল আজহার ছুটি: ১১-১২ জুন বন্ধ, ১৭ ও ২৪ মে খোলা আর্থিক প্রতিষ্ঠান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবসা কেন্দ্র ও শাখা ১১-১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটির আওতায় বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে যেসব দিন সাধারণত সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হয় (শনিবার), ওই দিনগুলোতে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটসের (ডিএফআইএম) জারি করা সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মে একটি প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। তাই ঈদের আগে ও পরে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বিশেষভাবে ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখতে হবে।

ফাইন্যান্স কোম্পানি আইনে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

ডিএফআইএম পরিচালক গৌতম কুমার ঘোষের সই করা সার্কুলারে আরও বলা হয়, দেশের সব ফাইন্যান্স কোম্পানিকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।