ডিসেম্বরেই আমরা থার্ড টার্মিনাল চালু করবো: বেবিচক চেয়ারম্যান

ডিসেম্বরের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ব্যবহার শুরু করা হবে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি বলেন, এ লক্ষে আমরা এগিয়ে যাচ্ছি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি দেখতে আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে টার্মিনাল এলাকা পরিদর্শনে যান বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরিদর্শনের পর দীর্ঘ সময় সভা শেষে বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় বেবিচক চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের উপদেষ্টারা আজ থার্ড টার্মিনাল সরেজমিন পরিদর্শন করেছেন। এরপর আমরা সিভিল এভিয়েশন সদরদফতরে দীর্ঘ সময় সভাও করেছি। সভায় থার্ড টার্মিনাল চালু ও কী কী চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারি, তা নিয়ে আলোচনা হয়। তবে আমরা সিদ্ধান্তে অটুট রয়েছি– আগামী ডিসেম্বরেই আমরা থার্ড টার্মিনাল চালু করতে চায়। আর এর জন্য যতটুকু কাজ আমাদের বাকি রয়েছে তা দ্রুততার সঙ্গে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মান বা বিশ্বের অন্যান্য বিমানবন্দরে যে ধরনের সেবা দিয়ে থাকে— থার্ড টার্মিনালে আমরা তা বাস্তবায়ন করবো।

পরিদর্শন শেষে উপদেষ্টারা সিভিল অ্যাভিয়েশন অথরিটির সদর দফতরের সম্মেলন কক্ষে এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পর্বে অংশগ্রহণ করেন। সেখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।