দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার মাঝে ভারত থেকে বাংলাদেশে কিছু ব্যক্তিকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। এ ধরনের পুশ-ইন করাটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এ খবরগুলো আমরাও পাচ্ছি। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে— কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং সেটি প্রমাণিত হয়, তবে তাদের আমরা গ্রহণ করবো। এটি আনুষ্ঠানিক চ্যানেলে করতে হবে। এভাবে পুশইন করাটা সঠিক নয়।’
দিল্লিকে এ বিষয়ে জানানো হয়েছে কিনা জানতে চাইলে খলিলুর বলেন, ‘আমরা ইতোমধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্ট করেছি।’