এনবিআরে আন্দোলন: আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারির প্রতিবাদে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনায় বসতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের তিন দফা দাবির বিষয়ে সমাধান খুঁজতেই আগামী মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার বিকালে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করে আসছেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে- এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, টেকসই রাজস্ব সংস্কার এবং এই সংস্কার প্রক্রিয়ায় মাঠপর্যায়ের মতামতের প্রতিফলন।

আন্দোলনকারীদের ভাষ্য, যুগোপযোগী ও স্থিতিশীল রাজস্ব ব্যবস্থা গঠনের জন্য দীর্ঘদিন ধরে এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট অংশীজনদের মতামত উপেক্ষা করে সংস্কার কমিটির সুপারিশ গোপন রেখে হঠাৎ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থায় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজারও কর্মকর্তা-কর্মচারীর বাস্তব অভিজ্ঞতা ও মতামত উপেক্ষা করে যেভাবে অধ্যাদেশ জারি করা হয়েছে, তা রাজস্ব ব্যবস্থার ভারসাম্য নষ্ট করবে।’

এ অবস্থায় আলোচনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। তাদের আশা, অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধানে একটি গ্রহণযোগ্য পথ বেরিয়ে আসবে।