সব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সব সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেকের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টিফেন পররাষ্ট্র উপদেষ্টাকে তাদের প্রধান বার্ষিক প্রতিবেদন এবং বিশেষ প্রতিবেদনসহ এর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। 

মার্কিন রিপোর্টের প্রক্রিয়ার বস্তুনিষ্ঠতার প্রশংসা করে এবং কমিশনকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জুলাই-পরবর্তী বিদ্রোহের সময় স্বার্থান্বেষী মহলের ব্যাপক গুজব প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্টিফেন সংশ্লিষ্ট সবাইকে যাচাইকৃত এবং প্রমাণ-ভিত্তিক প্রতিবেদনের ওপর নির্ভর করার আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা মার্কিন প্রতিবেদন এবং সুপারিশগুলোতে গঠনমূলকভাবে জড়িত থাকার জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সভাপতি পররাষ্ট্র উপদেষ্টাকে তার বর্তমান সফর সম্পর্কে অবহিত করেন, যার লক্ষ্য দেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা। তার সফরকে স্বাগত জানিয়ে, পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ভুল তথ্য/ভুল তথ্য প্রতিরোধ এবং বাস্তবতার সঠিক চিত্র উপস্থাপনে এই ধরনের সফরের গুরুত্বের ওপর জোর দেন। স্টিফেন পররাষ্ট্র উপদেষ্টার মতামতের সঙ্গে একমত পোষণ করেন এবং গঠনমূলক আলোচনা ও সংলাপের প্রতি সরকারের উন্মুক্ততা এবং গ্রহণযোগ্যতার প্রশংসা করেন।