যুক্তরাষ্ট্রসহ নতুন আরও পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৯ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
হুমায়ুন কবীর বলেন, আমরা নতুন করে আরও ৮ দেশের ভোটার কার্যক্রম শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছি।
এছাড়া অতি দ্রুত সময়ে অন্যান্য দেশের অনুমতি পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
অন্যদিকে ইসি সূত্রে জানা গেছে, সংস্থাটি এরই মধ্যে ৪০টি দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছিল। যার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে বর্তমানে ৯টি দেশের (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা) ১৬টি স্টেশনে ইসির প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ও ভোটার করার কার্যক্রম চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু করার সম্মতি দেওয়ায় ১৫ জুলাই এ কার্যক্রম শুরু করা হবে। এসব দেশের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হবে প্রবাসীদের। আর নতুন এই ৫ দেশে শুরু করতে পারলে মোট ১৫টি দেশে এই কার্যক্রম পরিচালনা করবো আমরা।