শ্বাসরোধেই হত্যা করা হয়েছে ইরফানুলকে, লাশ হস্তান্তর

ময়না তদন্তের পর ইরফানুল ইসলামের লাশ গাড়িতে তুলছেন তার স্বজনরাদৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বড় ভাই ইমদাদুল ইসলাম ও দৃকের জেনারেল ম্যানেজার এস এম রেজাউর রহমান লাশ গ্রহণ করেন।
ওই সময়ে ১০০ শয্যা হাসপাতালের মেডিক্যাল অফিসার আসাদুজ্জামান জানান, মাথায় ও শরীরে আঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়েছে বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এটা নিশ্চিত হওয়া গেছে। তবে রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।
এপিএইচ/