তথ্য-প্রযুক্তি আইনে দুই নাইজেরিয়ানসহ আটক ৩

তথ্য-প্রযুক্তি আইনের আওতায় নাইজেরিয়ার দুই নাগরিক এবং বাংলাদেশি এক নারীকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে তাদের আটক করা হয়। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আটককৃতরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে প্রতারণা করেছে। বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পিবিআই’র সদর দফতরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 

/এআরআর/এমও/এসটি/