দুর্নীতি মামলায় মঞ্জুর খালাসের রায় আপিলেও বহাল

আনোয়ার হোসেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দিয়ে হাই কোর্টের দেওয়া রায় আপিল বিভাগেও বহাল রয়েছে।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আপিল খারিজ করে দিয়ে খালাসের রায় বহাল রেখে এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান এবং আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম।

আনোয়ার হোসেন মঞ্জুর আইনজীবী সাংবাদিকদের বলেন, মামলায় যে দুর্নীতির টাকার কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের কোনও টাকা আনোয়ার হোসেন মঞ্জু এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে জমা হয়নি।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৭ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি থানায় মামলাটি করে দুদক। ২০০৮ সালের ২০ মার্চ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেনকেও আসামি করা হয়।

বিচারিক আদালত এ মামলার রায়ে আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে হাইকোর্টে সাজা বাতিল করে দিয়ে খালাস দেন।


/ইউআই/এসটি/এজে/