আঙুলের ছাপের অপব্যবহার করলে ৩০০ কোটি টাকা জরিমানা

আঙুলের ছাপকোনো মোবাইল ফোন অপারেটর গ্রাহকের আঙুলের ছাপের অপব্যবহার করলে ৩০০ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে কোম্পানিগুলো বেআইনি কিছুই করবে না। কখনও যদি কোনও কোম্পানি বেআইনি কিছু করে, তবে চুক্তি অনুযায়ী সেই কোম্পানিকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে।’
তিনি জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিমের রি-রেজিস্ট্রেশন নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।
তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে আমরা (মন্ত্রিপরিষদ সদস্য) সবাই সিম রি-রেজিস্ট্রেশন করছি। এতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই।’
তিনি আরও বলেন, ‘মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখবে। এ কাজ শেষ হলে কোম্পানিগুলোর নেওয়া আঙুলের ছাপের কোনও কার্যকারিতা থাকবে না। এতে আতঙ্কের কিছু নেই।’

/ওএফ/এসএনএইচ/এজে/