অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় ইউরোপ

অবৈধ বাংলাদেশিঅবৈধভাবে অবস্থানরত ৮০ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য বাংলাদেশের সঙ্গে রি-অ্যাডমিশন নামে একটি চুক্তি করার চেষ্টা করছেন তারা। এ চুক্তি হলে বিদেশে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের পূর্বানুমতি ছাড়াই ফেরত পাঠানো যাবে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন কমিটি অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার এবং সেখানে অভিবাসন সংক্রান্ত সব বিষয় আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোটা ইউরোপে অভিবাসন সমস্যা চলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মুসলিম উদ্বাস্তু ও সাম্প্রতিক সন্ত্রাসবাদের সঙ্গে এদের জড়িত থাকার বিষয়টি নিয়ে।
কিছু বাংলাদেশি এর সুযোগ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে ঢুকে পড়েছে এবং সে দেশগুলো এখন তাদের ফেরত পাঠাতে চাইছে।
আরেক কর্মকর্তা বলেন, বাংলাদেশি প্রমাণিত হলে পৃথিবীর যেকোনও দেশ থেকে বাংলাদেশ তাদের ফেরত আনবে এটিই সরকারের নীতি। আমরা অনেক বাংলাদেশিদের ফেরত নিয়ে এসেছি এবং মঙ্গলবার ইইউ প্রতিনিধিদলকে এ বার্তাই দেওয়া হবে বলে তিনি জানান।
/এসএসজেড/এএইচ/