বিমানবন্দরের টয়লেটে দুই কেজি সোনা

সোনার বারহযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে কনডমের মধ্যে রাখা স্বর্ণের ২০টি বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বারগুলো মোট ওজন দুই কেজি। বৃহস্পতিবার সকালে কাস্টমস হলের কাছে একটি ভবনের টয়লেটের কমোডের ভেতর থেকে বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, সকালে বিজি- ০১৮৭ ফ্লাইটটি অবতরণের পর তল্লাশি শুরু করেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় জানা যায়, টয়লেটের ভেতরে স্বর্ণের বার রাখা হয়েছে। কাস্টমস হলের কাছে একটি ভবনের টয়লেটের কমোডের মধ্যে ৩টি কনডমের প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের মোট ২০টি বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কনডমে মোড়ানো স্বর্ণের বারগুলো কমোডের ময়লার মধ্যে লুকানো ছিল। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
/সিএ/এপিএইচ/এজে/