বিধিনিষেধ বৈশাখের অনুষ্ঠান নিয়ন্ত্রণে নয়: আছাদুজ্জামান

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির দেওয়া বিধিনিষেধ ও পরামর্শ অনুষ্ঠান নিয়ন্ত্রণের জন্য নয়। সবাই যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উদযাপন করতে পারেন সেজন্য এগুলো দেওয়া হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘অনেকে প্রশ্ন তুলতে পারেন, তাই আমি স্পষ্ট করে নগরবাসীকে জানিয়ে দিতে চাই ডিএমপির পরামর্শ কোনও অনুষ্ঠান নিয়ন্ত্রণের জন্য নয়। তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে এবার কোনও হুমকি নেই। নিরাপত্তাহীনতার আশঙ্কাও নেই।’

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিকাল ৫টার মধ্যে সব ধরনের কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ইত্যাদি শেষ করতে হবে। ৫টার পর উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

 

/এআরআর/এমও/এসটি/