সন্ধ্যার আগেই সবাইকে ঘরে ফিরে যাবার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালপহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, টিএসসি, রমনা ও সোহরাওয়ার্দী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকেলে রমনা বটমূলে পহেলা বৈশাখ-এর অনুষ্ঠান এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার আগেই যেন সবাই ঘরে ফিরে যান। এ জন্য আমরা কিছু বিধি-নিষেধ আরোপ করেছি।
রমনা-শাহবাগ এলাকায় কোনও যানবহন চলবে না জানিয়ে তিনি বলেন, এসব এলাকায় মানুষ পায়ে হেঁটে ‍ঘুরবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখেছি সারাদেশের মানুষ এ দিন ঘর থেকে বের হয়ে আসেন। বিদেশিরাও এদিন আনন্দ ভাগাভাগি করতে বাইরে বের হয়ে আসেন।

অনেকে বিধি নিষেধের সমালোচনা করছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা আরও বেশি উৎসব করতে চাইবে এটাই স্বাভাবিক। এটা আমাদের সবার উৎসব। কিন্তু নিরাপত্তার দিকটিও আমাদের বিবেচনায় রাখতে হবে। যাতে সকলে নববর্ষ উৎযাপন করতে পারেন আমরা সে ব্যবস্থা করেছি।

আরও পড়তে পারেন:  তবুও দেদারসে বিক্রি হচ্ছে ভুভুজেলা!   খালেদা জিয়া   বৈশাখের অনুষ্ঠান দেখতে পল্টনে যাবেন খালেদা জিয়া

গত বছর নারী লাঞ্চনার ঘটনার বিষয়ে তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা আপনারা দেখেছেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক, ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআরআর/এসএনএইচ/ এপিএইচ/