হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে (সিএসও) ম্যাজিস্ট্রেট কোর্টে তলব করায় কোর্টের সামনে অবস্থান নিয়ে হ্ট্টগোল করেছেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান ও ডিউটি অফিসার মাহমুদা বেগমকে কোর্টে তলব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। দুপুর ২টার দিকে তারা কোর্টে এলে অন্য নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীরা কোর্টের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে কোর্টের সামনে তারা হট্টগোল শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মুহাম্মদ ফরহাদ। এর ফলে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হয় বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সিভিল এভিয়েশনের একাধিক নিরাপত্তা কর্মীকে চুরিসহ নানা অপরাধে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিয়ে নাখোশ ছিলেন নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান। একটি ঘটনার শুনানির জন্য তাকে কোর্টে তলব করা হলে তার অনুগতরা নানাভাবে হ্ট্টগোল শুরু করেন।
এ বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জাকির হাসানকে ফোন করা হলে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম কথা বলেন। জাকি হাসান মিটিংয়ে আছেন জানিয়ে তিনি বলেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভ করেননি। তারা কথা বলতে জড়ো হয়েছিলেন। তবে তাদের দাবি বা উদ্দেশ্য কী সে ব্যাপারে তিনি জানেন না।
আরও পড়ুন:
/সিএ/এফএস/এজে/