নওগাঁ জেলার বদলগাছি থানার তাজপুর গ্রামে দেশের সর্ববৃহৎ চুনা পাথরের খনির সন্ধান পাওয়া গেছে। খনিটির আয়তন হতে পারে ৫০ বর্গকিলোমিটার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এইমাত্র আমরা খবর পেলাম নওগাঁয় দেশের সর্ববৃহৎ লাইম স্টোনের খনির সন্ধান পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অধিদফতর আমাকে এ খবর দিয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীও জেনেছেন।’
তিনি বলেন, ‘চুনা পাথরের খনিটির সম্ভাব্য আয়তন ৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে। ভূপৃষ্ঠ থেকে ২,২২৪ ফুট নিচে এর অবস্থান। এতে ড্রিলিং চলছে। এ পর্যন্ত ৬২ ফুট পর্যন্ত ড্রিলিং করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে। পূর্ণাঙ্গ ড্রিলিং শেষে জানা যাবে খনিতে কী পরিমাণ লাইম স্টোন আছে। এরপর আমরা সমীক্ষা চালাবো।’
আরও পড়ুন: সন্দেহভাজনদের বিষয়ে সিআইডিকে তথ্য দিয়েছেন তনুর বাবা
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমার হাতে নমুনা চলে এসেছে। এ নমুনা পরীক্ষার পর যে মতামত পেয়েছি তা থেকে বোঝা যাচ্ছে, এ লাইম স্টোনের মান অনেক ভালো।’
এ পাথর দিয়ে কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, ‘এ লাইম স্টোন দিয়ে দেশের সবগুলো সিমেন্ট ফ্যাক্টরির চাহিদা পূরণ করা যাবে। তখন আর বিদেশ থেকে লাইম স্টোন আনা লাগবে না। বরং বিদেশেও আমরা রফতানি করতে পারব।’
আরও পড়ুন: চেয়ারম্যান প্রার্থী হতে চান সেই নির্যাতিত গৃহবধূ ববিতা
তিনি আরও বলেন, ‘এর জয়পুরহাটে একটা চুনা পাথরের খনির সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু ১৯৬১ সালের টেকনোলজি অনুযায়ী এটা নিয়ে পরীক্ষা চালনো বায়াবেল ছিল না। এজন্য খনিটি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে অনেক নতুন টেকনোলজি এসেছে। তাই আমরা জয়পুরহাটে আবারও পরীক্ষা-নিরীক্ষা করার চিন্তা ভাবনা করছি।’
/ওএফ/এসটি/