ইউপি নির্বাচনের ৩য় ধাপে আ. লীগ ৩১০, বিএনপি ৫৪

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে ২৩ এপ্রিল শনিবার দেশের বিভিন্ন জেলার ৬১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ব্যাপক অনিয়ম আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগের মধ্যে সম্পন্ন এ নির্বাচনে এখন চলছে ফল প্রকাশ পর্ব। রাত সোয়া ৩টা পর্যন্ত প্রাপ্ত ৪৭৮টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী ৩১০টিতে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৫২টিতে, বিএনপি মনোনীত প্রার্থী ৫৪টিতে, বিএনপির বিদ্রোহী প্রার্থী ১৪টিতে, জাতীয় পার্টি ১৩টিতে এবং ৩৫টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।  

এ ধাপে ৬৮৭টি ইউপি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হলেও সীমানা সংক্রান্ত জটিলতা, উচ্চ আদালতের চলমান মামলাসহ নানা সমস্যার কারণে সর্বশেষ তথ্য অনুযায়ী ৭১টি ইউনিয়নে আগেই ভোট স্থগিত করা হয়। আর দুটি ইউনিয়নের সবগুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ায় সেখানে নির্বাচনের প্রয়োজন পড়েনি।  

আরও পড়ুন: পাবনাপাবনায় ফল ঘোষণা নিয়ে সহিংসতা: নিহত ১

মানিকগঞ্জের ঘিওরের একটি কেন্দ্রে ভোট গণনা   

বিভাগ

জেলা

ইউপি

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

ঘোষিত ফল

স্থগিত

আওয়ামী লীগ

. লীগ বিদ্রোহী

বিএনপি

বিএনপি বিদ্রোহী

জাতীয় পার্টি

স্বতন্ত্র ও অন্যান্য

খুলনা

বাগেরহাট

  

 

       

ঝিনাইদহ

 

 

 

  

চুয়াডাঙ্গা

 

 

 

   

কুষ্টিয়া

 

     

মাগুরা

 

     

নাটোর

 

 

     

নড়াইল

 

 

    

মেহেরপুর

 

 

       

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া

৩১

 

 

 

১৭

 

 

চাঁদপুর

২৫

 

২৫

১৯

  

চট্টগ্রাম

  

 

       

কুমিল্লা

১৮

১৮

 

১৮

     

কক্সবাজার

১২

 

১২

 

 

লক্ষ্মীপুর

১০

     

নোয়াখালী

 

     

বান্দরবান

২৫

 

২৫

 

১৯

 

 

ঢাকা

ঢাকা ()

  

 

       

শরীয়তপুর

১২

১২

 

    

গোপালগঞ্জ

১৪

 

১৪

১০

    

মানিকগঞ্জ

১৪

 

১৩

 

 

নারায়ণগঞ্জ

১১

১১

 

 

  

ফরিদপুর

১০

 

১০

   

মুন্সিগঞ্জ

১০

       

মাদারীপুর

  

 

       

টাঙ্গাইল

 

 

    

নরসিংদী

  

 

       

বরিশাল

বরগুনা

  

 

       

বরিশাল

  

 

       

ভোলা

  

 

       

ঝালকাঠি

  

 

       

পটুয়াখালী

  

 

       

পিরোজপুর

  

 

       

রংপুর

দিনাজপুর

 

 

    

কুড়িগ্রাম

১৪

 

১৪

 

নীলফামারী

১২

 

১২

 

    

ঠাকুরগাঁও

১০

 

 

       

গাইবান্ধা

 

 

       

লালমনিরহাট

 

 

   

রংপুর

 

 

     

রাজশাহী

বগুড়া

২২

 

২১

 

১১

 

রাজশাহী

১৬

 

 

 

১১

 

  

পাবনা

 

 

 

     

চাঁপাইনবাবগঞ্জ

১৬

 

 

 

  

নওগাঁ

 

 

    

সিরাজগঞ্জ

২২

 

২২

 

১৭

  

নাটোর

  

 

       
 

জয়পুরহাট

  

 

       

সিলেট

সিলেট

১৫

 

 

 

  
 

মৌলভীবাজার

 

 

  
 

হবিগঞ্জ

১৪

 

 

 

 

  

 

সুনামগঞ্জ

২৬

 

 

 

 

১০

 

১০

ময়মনসিংহ

ময়মনসিংহ

২২

 

২২

 

১৪

 

হবিগঞ্জ

  

 

       

শেরপুর

 

 

   

জামালপুর

 

     

নেত্রকোনা

২০

 

২০

 

১০

  
 

কিশোরগঞ্জ

 

 

  

 

/টিএন/এইচকে/এআর/এসএ/এমপি/