সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসায় কড়াকড়ি

আরব আমিরাতবাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়া বন্ধ করার পর এবার ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দেশটির পক্ষ থেকে কিছু বলা হয়নি।
অ্যামিরেটস বা ইত্তেহাদ এয়ারওয়েজে দুবাই বা আবু ধাবি গেলে পর্যটকদের জন্য ৯৬ ঘণ্টার ট্রানজিট ভিসা দেওয়া হতো। পর্যটন শিল্পের খাতিরে তারা ভিসা দিতো। কিন্তু কিছুদিন ধরে এটি দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আবু ধাবিতে বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব মোহাম্মাদ মোকসেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রানজিট ভিসায় কেন কড়াকড়ি আরোপ করা হয়েছে সে বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আমরা বিষয়টি জানতে চাইলে তারা এড়িয়ে যায় এবং বলে, আমরা ভিসা দিচ্ছি।’
মোকসেদ আলী বলেন, ‘কাউকে কাউকে ভিসা দেওয়া হচ্ছে এটা ঠিক। কিন্তু এর সংখ্যা অত্যন্ত কম।’
উল্লেখ্য, বাংলাদেশিদের অপরাধ প্রবণতার ধুয়া তুলে ২০১২ সালের আগস্ট থেকে শ্রমিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এ দেশে প্রায় ১০ লাখ বাংলাদেশি কাজ করেন।

আরও পড়ুন: ‘জয়কে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত আরও ৩ বাংলাদেশি’

এসএসজেড/এজে/