চুলের বাহার

ফাবিও গোমেজ একজন ব্রাজিলিয়ান চিত্রশিল্পী। প্রকৃতিপ্রেমী এ শিল্পীর দেখার চোখ একটু আলাদা। গাছকে তিনি গাছ হিসেবে দেখেন না, দেখেন ঝাঁকড়া চুল হিসেবে। তিনি সত্যিই এতটা গাছপ্রেমী যে গাছকে ‘মাথায় তুলে’ রাখতে চান।

ব্রাজিলের দেয়ালে ফাবিওর শিল্প

প্রকৃতির সঙ্গে স্ট্রিট আর্টের এই মেলবন্ধন নিয়ে ফাবিও কাজ করছেন গত ১০ বছর ধরে।

ফাবিওর স্ট্রিট আর্ট

তার আর্ট বেশ নিখুঁত। মনে করিয়ে দেবে আমাদের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংয়ের কথা।

ফাবিওর স্ট্রিট আর্ট

ব্রাজিলে যাওয়া পর্যটকদের অনেকেই খুঁজে বের করেন ফাবিওর দেয়ালচিত্র। সেটার সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে দিতে পারলে বর্তে যান অনেকে।