চুল যখন ক্যানভাস

এমন চুল বাঁধা দেখলে পাথরকঠিন হৃদয়ের আয়নাও ভাঙবে নির্ঘাৎ। একেকটি ডিজাইন করতে যায় এক-দুই দিন থেকে এক মাসও!

ভিয়েতনামের তরুণ ফাট ট্রি’কে হেয়ার স্টাইলিস্ট না বলে চুল-শিল্পী বললেই ভালো। বায়োটেকনোলজি থেকে পড়াশোনা করলেও শিল্পই ছিল তার তপস্যা। আর ক্যানভাস হিসেবে বেছে নিলেন চুল। হো চি মিন শহরে গিয়ে শিখে ফেললেন হেয়ার ড্রেসিং ও মেকআপ। তাই গতানুগতিকের বাইরে যাওয়ার তাগিদ থেকে চুলের ভেতর ফোটালেন পদ্ম, জবা আরও কত কী।

ডিজাইন যতই মন ভোলানো হোক, ফাট ট্রি একেবারে চোখ বড় করার মতো সম্মানি নেন না। চুলের এমন বাহারি নকশার জন্য নেন দুইশ’ থেকে তিনশ’ ডলার। টাকার চেয়ে নিত্য নতুন ডিজাইন আবিষ্কার করাই তার মোক্ষ।

সাধারণ পার্টি থেকে রাজকীয় কোনও বিয়েতে যাওয়ার মতো নকশাও আছে তার ক্যাটালগে।

 

কেউ চাইলে মাথার ওপর ঘুরে বেড়াতে পারবেন চুলের ভাস্কর্য নিয়েও।

 

নানান ফুলেল নকশার মধ্যে আছে রক্তজবাও।

 

এ ধরনের নকশা করার জন্য থাকা চাই নরম মসৃণ চুল। তারপর সেগুলোতে বিশেষ স্প্রে করে পাতলা লেয়ার তৈরি করে নেন ফাট ট্রি। সেই লেয়ারগুলোকে পেঁচিয়েই বানান ফুল লতা পাতা। প্রয়োজনে চুলে রঙ ও জেল স্প্রে করে নিতে হয়।

 

ছবি: ফাট ট্রি’র ইন্সটাগ্রাম থেকে