আমার প্রথম পছন্দ অনলাইন নিউজ পেপার

আমি ব্যক্তিগতভাবে অনলাইন নিউজ পেপারকে বেশি পছন্দ করি। কাগজে ছাপানো দৈনিক পত্রিকা পড়তে আমার নানা ধরনের সমস্যা হয়। পৃষ্ঠা উল্টাতে হয়। পত্রিকা রাখার জন্য জায়গা নষ্ট হয়। কিন্তু অনলাইনে এসবের বালাই নেই। বরং অনলাইনে সব খবর একসঙ্গে পাওয়া যায়। শুধু তাই নয়, একসঙ্গে অনেক অনলাইন নিউজ পেপার পড়া যায়। এছাড়া, অনলাইন পত্রিকা থেকে একেবারে নতুন খবর পাওয়া যায়। রাত ১টা বা রাত ৩টার সময় কোনও ঘটনা ঘটলেও তার কিছুক্ষণ পরই অনলাইনে সেই খবর পাওয়া যায়। অথচ দৈনিক পত্রিকায় ওই খবর জানতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।

নজরুল ইসলাম মজুমদারএই ডিজিটাল যুগে অনলাইন পত্রিকা সবচেয়ে বেশি কার্যকর। সময় যেখানে কম, সেখানে ২৪ পৃষ্ঠার কাগজ পড়া কঠিন ব্যাপার। ধীরে ধীরে এই অনলাইন গণমাধ্যমটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে।

সহজপ্রাপ্য হওয়ায় পাঠকরা এখন অনলাইনের দিকে ঝুঁকছেন। এখন দেশের একটা বড় অংশের মানুষ অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন। কাজেই ডিজিটাল যুগে অনলাইন সংবাদপত্রের ভবিষ্যত উজ্জ্বল। দুনিয়া এখন অনলাইনের। আমরা যখন ইংল্যান্ডে বা আমেরিকায় যাই, তখন অনলাইনে সবকিছু পেয়ে যাই। বাংলাদেশেও এখন অনলাইনে সব পাওয়া শুরু হয়ে গেছে।

ছাপা পত্রিকা পড়তে হলে দোকানে যেতে হবে অথবা হকার দিয়ে যাবেন, তারপর খবর পড়তে হবে। কিন্তু অনলাইন পত্রিকা পড়তে হলে কোথাও যেতে হয় না। মোবাইলেই পড়া যায়। আমার মনে হয়, ধীরে-ধীরে দৈনিক কাগজগুলো অচল হয়ে পড়বে। সেখানে অনলাইন পত্রিকাগুলোই রাজত্ব করবে।

লেখক: চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)

আরও পড়ুন: তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করাটাই অনলাইনের বড় চ্যালেঞ্জ
/এমও/