ধারা কঠিন হলেই আইন খারাপ হয় না

হাসানুল হক ইনুআইনের উদ্দেশ্য হলো কল্যাণ সাধন করা। শুধু তাই নয়, আইনের বাস্তবায়ন ও প্রয়োগের জন্য যে বিচারিক আদালত রয়েছেন, তার চোখে সবাই সমান।

ধারা কঠিন হলেই তা খারাপ, আর সহজ হলে তা ভালো, এমন ধারণা ঠিক নয়। এ ধরনের ধারণা বরং অপরাধকেই উস্কে দিতে পারে। আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা তেমনই একটি ধারা।

আমরা অবশ্যই আশা করি, তথ্যপ্রযুক্তির যুগে পথ চলতে বিরাগের কারণে যেন কারও ব্যক্তিগত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা হয়, গুজব, উসকানি, খণ্ডিত বা মিথ্যা না লেখা হয়, সবাই সে বিষয়ে যত্নবান থাকব। অনলাইনের সবচেয়ে বড় বিষয়, তাৎক্ষণিক সংবাদ প্রকাশ। মানুষ দ্রুত এ উৎস থেকে সংবাদ পায় বলে বস্তুনিষ্ঠতাই হচ্ছে এর সবচেয়ে বড় মানদণ্ড।

অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশে একটি দ্রুত বিকাশমান গণমাধ্যম। বিশ্বের অন্যান্য দেশে নব্বই দশক থেকে বিস্তার লাভ করলেও বাংলাদেশে এর যাত্রা শুরু করেছে তারও বছর পনেরো পরে। সরকার এ বিষয়ে শুধু সচেতন নয়, তৎপরও।

এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে অনলাইন গণমাধ্যমের সুস্থ বিকাশ সঙ্গতিপূর্ণ করতে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫-এর খসড়া প্রস্তুত হয়েছে সর্বশেষ মতামতের ভিত্তিতে, তা চূড়ান্ত হবে। গণমাধ্যমকর্মীরা ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’ পর্যবেক্ষণ করে সুচিন্তিত মতামত দিলে তা সবসময়ই বিবেচনার জন্য গ্রহণের সুযোগ রয়েছে।

সংবাদ পরিবেশনকারী সব অনলাইন পোর্টালের জন্য একটি নিবন্ধন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য অধিদফতর থেকে বিনামূল্যে একটি ফরম সংগ্রহ করে বা ডাউনলোড করে পূরণ করে তা জমা দিতে হয়। অপ্রাতিষ্ঠানিক অনলাইন গণমাধ্যমও এর আওতাভুক্ত থাকবে।

এর বাইরে নিজস্ব মতামতভিত্তিক ব্লগ বা ব্যক্তিগত পোর্টালগুলোও যেন ব্যক্তিগত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকে, সেজন্য সংশ্লিষ্ট আইন রয়েছে। সেটি সেভাবেই চলবে।

অনুলিখন: শফিকুল ইসলাম।

আরও পড়ুন- 

তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করাটাই অনলাইনের বড় চ্যালেঞ্জ

অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে

/এপিএইচ/আপ-এফএস/