মনিটরিং বাড়ানো উচিত

ড. জায়েদ বখতঅনলাইন নিউজ পেপারের ভালো দিকের পাশাপাশি কিছু মন্দ দিকও রয়েছে। সেগুলোর দিকে নজর রাখা উচিত। মানুষ আগে প্রতিদিন সকালে উঠে সংবাদপত্রের দিকে চোখ রাখতো। এখন দিনে একবার নয়, বারবার সংবাদ জানতে চায়। ঘণ্টায়-ঘণ্টায় যাবতীয় ঘটনাপ্রবাহ সম্পর্কে আপডেট থাকতে চায়। সেদিকে নজর রেখে অনলাইন নিউজ পেপার সাজাতে হবে।
সেদিক বিবেচনায় অনলাইন নিউজ পেপারের ভবিষ্যত উজ্জ্বল। কারণ, এখন অল্প সময়ের মধ্যে মোবাইলের মাধ্যমেই সারা পৃথিবীর সংবাদ জানা যায়। মানুষও জানতে চায়।
ছাপা সংবাদপত্রগুলোর প্রতি যেমন সরকারের মনিটরিং রয়েছে, নীতিমালা রয়েছে, নজরদারি রয়েছে, তেমন মনিটরিং, নজরদারি ও নীতিমালার আওতায় আনা উচিত এই অনলাইন নিউজ পেপারগুলোকেও। অনলাইন নিউজ পেপারগুলোকেও সংবাদের বস্তুনিষ্ঠতার প্রতি নজর রাখতে হবে। এর ত্রুটিগুলোক চিহ্নিত করে তা শোধরাতে হবে।
সাংবাদিক তথা পাঠকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তাদের সেই দায়িত্ব নিতে হবে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হচ্ছে কিনা- তা দেখতে হবে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও। আর পাঠকদের দায়িত্ব রয়েছে তার পছন্দের বিষয়টি নির্বাচন করার ক্ষেত্রে। পাঠককেও এ ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে।

লেখক: চেয়ারম্যান, অগ্রণী ব্যাংক পরিচালন পর্ষদ

আরও পড়ুন: দুই বছর পূর্তি তিন বছরে পা
/এমও/