অনলাইন গণমাধ্যমের পরিধি ব্যাপক

রেজা সেলিমযুগের পরিবর্তনের সঙ্গে অনলাইন গণমাধ্যম গ্রহণযোগ্যতা পেয়েছে। যুগের দাবি অনুযায়ী এটা স্বাভাবিক।
আমরা ক্ল্যাসিক্যাল মিডিয়া থেকে নিউ মিডিয়াতে ঢুকে পড়ছি। প্রিন্ট মিডিয়া আমাদের বহু যুগের অভ্যাস। ইন্টারনেটভিত্তিক মিডিয়া সেই পাঠাভ্যাস এখন পরিবর্তন করে দিচ্ছে। রিয়েল টাইমে নিউজ পেতে আমাদের অভ্যস্ত হতে শেখাচ্ছে।
আমরা এখন তথ্যযুগে বাস করছি। এ কারণে তথ্যেও একসেস বাড়ছে, মানুষের উৎপাদনশীলতা বাড়ছে। কারণ পর্যাপ্ত তথ্যের কারণে মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে। অনলাইন গণমাধ্যমে ডিজিটাল টেকনোলজির যত সুবিধা রয়েছে যেমন ভয়েস, ভিডিও, কমেন্ট যুক্ত হচ্ছে। ফলে দ্রুত প্রতিক্রিয়া জানা যাচ্ছে।
অনলাইন গণমাধ্যমের পরিধি ব্যাপক। দ্রুত এর সংখ্যাও বাড়ছে। নেতিবাচকতা প্রকাশ্যে আসছে। ফলে অনলাইন গণমাধ্যম বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ জন্য সাংবাদিকতার এথিকস মানতে হবে। অনলাইন মিডিয়াকেও এথিকস মেইনটেইন করতে হবে। কারণ অনলাইন শাসন ব্যবস্থা না থাকলে যেকোনও কিছু প্রকাশ হয়ে যেতে পারে। এতে ঝুঁকি বাড়বে। এ জন্যই ইন্টারনেট গভর্নেন্সের কথা বারবার বলা হচ্ছে।

লেখক: পরিচালক, উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি-আমাদের গ্রাম প্রকল্প

আরও পড়ুন: ভবিষ্যতে গণমাধ্যম হবে অনলাইন নির্ভর
/এমও/