চাল আমদানিতে শুল্ক বাড়ছে

চাল আমদানি২০১৬-১৭ অর্থবছরের বাজেটে চাল আমদানির ওপর বিদ্যমান শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২ জুন) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে খাদ্যশস্য উৎপাদনে একটি উদ্বৃত্ত দেশ। সেই বিবেচনায় চাল আমদানির ওপর বর্তমান ১০ শতাংশ শুল্কের স্থলে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করছি।’
এদিকে দেশীয় উৎপাদনের স্বার্থে রেপসিড কেক, সয়াকেকের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এছাড়া দুগ্ধজাত পণ্য উৎপাদনের উপকরণ স্ট্যাবিলাইজার ফর মিল্ক-এর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে ধার্য করার প্রস্তাব করা হয়।
দেশে পুষ্টির প্রধান উৎস হাঁস-মুরগি খাতের ক্রমাগত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমদানি করা খাদ্যসামগ্রীর ওপর কতিপয় নতুন পণ্যসহ বিদ্যমান শুল্ক ও কর রেয়াত আগামী অর্থবছরেও প্রদানের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন,‘এখন কৃষি খাতে ব্যবহার্য অধিকাংশ যন্ত্রপাতি শুল্ক ও কর হতে অব্যাহতিপ্রাপ্ত অথবা রেয়াতি হারে আমদানি করা হয়। এসব যন্ত্রপাতি এখন দেশেও তৈরি হচ্ছে। সে কারণে কতিপয় শর্তসাপেক্ষে এসব যন্ত্রাংশের আমদানি শুল্ক হ্রাস করে ১ শতাংশে ধার্যের প্রস্তাব করা হচ্ছে।’

আরও পড়ুন: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ প্রায় ৫৩ হাজার কোটি টাকা

/এসএ/ এপিএইচ/