২০১৬ সাল থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধের দাবি

প্রাথমিক সমাপনী পরীক্ষাচলতি বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) বন্ধের  দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিয়াউর ক‌বির দুলু বলেন, একই পরীক্ষার জন্য  দু’টি সা‌র্টি‌ফি‌কেট কেন? সরকা‌রের শিক্ষানী‌তি অনুযায়ী ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথ‌মিক শিক্ষা। তাই চলতি বছরে যারা পঞ্চম শ্রেণিতে পিইসি পরীক্ষা দেবে, তা‌দের‌কে আবার ৮ম শ্রেণিতে গি‌য়ে একই পরীক্ষা দি‌তে হ‌বে। সে কারণে এ বছর থেকেই পিইসি পরীক্ষা নেওয়া বন্ধ করতে হবে।  
পিইসি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, এই পরীক্ষা কোমলম‌তি শিশু‌দের ওপর অসহনীয় মান‌সিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে অভিভাবক‌দের সীমাহীন হয়রা‌নির কারণ হচ্ছে।  তাই আশা করি চল‌তি বছর থে‌কেই পিইসি ব‌ন্ধের নি‌র্দেশনা দেবেন  প্রধানমন্ত্রী।
 তিনি বলেন, পিইসি পরীক্ষা শিশু‌দের মান‌সিক বিকা‌শ বাধাগ্রস্ত করছে।তাদের সুন্দর ও প্রাণবন্ত শৈশব কেড়ে নিচ্ছে।
জিয়াউর ক‌বির দুলু শ্রেণিক‌ক্ষে মানসম্মত পাঠদান নি‌শ্চিত, কো‌চিং বা‌ণিজ্য বন্ধ, বি‌ভিন্ন ‌ বেসরকা‌রি স্কু‌ল ও কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচন দেওয়ার দাবি জানান।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন সংগঠনের উপ‌দেষ্টা এইচ এ মা‌নিক, উত্তরা স্কুল অ্যান্ড ক‌লেজের অভিভাবক ঐক্য ফোরা‌মের সভাপ‌তি হাজী স‌হিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর র‌হিম প্রমুখ।

এসআইএস/ এমএসএম /