জবিতে ৮৭ কোটি ৮৪ লাখ টাকার বাজেট অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য ৮৭ কোটি ৮৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৭২ তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৬৯ কোটি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৩ কোটি ৫০ লাখ এবং ঘাটতি ৪ কোটি ৮২ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ঘাটতি বাজেট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্তি সাপেক্ষে ব্যয়যোগ্য ধরা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎসের মধ্যে শতভাগ আয় ধরা হয়েছে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন ফরম থেকে। নতুন অর্থবছরের মূল বাজেটের ৮৭ কোটি ৮৪ লাখ টাকার মধ্যে বেতনভাতা ও পেনশনসহ ৬১ কোটি ৩২ লাখ টাকা, সাধারণ আনুসাঙ্গিক খাতে ১২ কোটি ৯ লাখ, শিক্ষা  আনুসাঙ্গিক বাবদ ১০ কোট ৮৩ লাখ টাকা ব্যয়ের জন্য ধরা হয়েছে।

আরও পড়ুন- 

‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’
রিভার্জ চুরি: বাংলাদেশ ব্যাংকের জড়িতরা চিহ্নিত, দালিলিক প্রমাণ হাতে নিয়েই গ্রেফতার


/আরএআর/এফএস/