দারুল ইহসানের ওয়েবসাইটও বন্ধ

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণার পর এবার ওয়েবসাইটও বন্ধ করা হলো।দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণার পর বিটিআরসিকে শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ওয়েবসাইটও বন্ধ করা হয়েছে।
এদিকে বুধবার ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(http://www.diubd.edu.bd/) প্রবেশ করলে সাইটটির কোনও পেইজই দেখা যাচ্ছেনা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজফার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষামন্ত্রণালয় যেহেতু বন্ধ ঘোষণা করেছে, সেহেতু এর সকল কার্যক্রমই বন্ধ রয়েছে। আমরাও বিশ্ববিদ্যালয়টি আজ থেকে বন্ধ রেখেছি।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জিন্নাত রেহানা বুধবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় যেখানে বন্ধ সেখানে ওদের ওয়েবসাইটও বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। আমরা এর আগেও বিটিআরসিকে তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার জন্য চিঠিতে নির্দেশনা দিয়েছিলাম।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধ করে দেওয়ার কোনও চিঠি আমরা এখনও হাতে পাইনি। ফলে ওয়েবসাইট চালু আছে।

তবে বুধবার সকাল থেকেই মাঝে মাঝে ওয়বেসাইটটিতে ঢোকা যাচ্ছেনা জানালে তিনি জানান, আমি তো এমনটি দেখিনি। তবে তারা যদি বন্ধ করে দেয় তাহলে তো কিছু করার নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনাকে আমরা স্বাগত জানাব। 


উল্লেখ্য, সনদ জালিয়াতি, শতাধিক আউটার ক্যাম্পাস, মালিকানা দ্বন্দ্বসহ নানা অভিযোগে হাইকোর্টের এক রায়ের পর  দারুল ইহসান বিশবিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে শিক্ষামন্ত্রণালয়।
/আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন:
দারুল ইহসানের সব কার্যক্রম বন্ধ: বন্ধ হলো ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭ আউটার ক্যাম্পাস