নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় ২৪ ধরনের আলামত

জঙ্গি আস্তানায় পাওয়া আলামত
নারায়ণগঞ্জের পাইকপাড়া জঙ্গি আস্তানা থেকে অস্ত্র, গোলা-বারুদসহ ২৪ ধরনের আলামত জব্দ করেছে পুলিশ। জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর দায়ের করা মামলার জব্দতালিকায় এসব আলামতের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লিখিত আলামতগুলো হলো:

১. একটি ২২-একে রাইফেল, যার গায়ে খোদাই করে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে মেইড ইন ইউএসএস। এর দৈর্ঘ্য ২৫ ইঞ্চি। এর সঙ্গে একটি খালি ম্যাগাজিন যুক্ত ও সিলিং লাগানো ছিল।

২. একটি কাঠের বাঁটযুক্ত পিস্তল, যা ৭.৬৫ বোরের। এটির গায়েও খোদাই করে লেখা রয়েছে মেইড ইন ইউএসএ। এছাড়া আরও স্পষ্ট কিছু লেখা ছিল। এর সঙ্গে ম্যাগাজিন যুক্ত ছিল। আংশিক বাট ভাঙা।

৩. এক প্যাকেট ইলেক্ট্রিক ফিউজ।

৪. একটি বাইনোকুলারের ভাঙা অংশ ও একটি মোবাইল চার্জার।

৫. একটি হিসাবের খাতা তিনটি কোরআন শরিফ, ৬ টি জিহাদি বই (আপত্তিকর বই)।

৬. ছোটবগ দু’টি চাকু, একটি টেস্টার ও একটি চাবির ছড়া।

৭. ১৮ টি ২২ বোরের গুলি, দুটি ৭.৬৫ বোরের গুলি এবং দুটি ২২ একে রাইফেলের খালি ম্যাগাজিন।

৮. একটি ষোল ইঞ্জি চাপাতি, একটি ১৪ ইঞ্জি চাপাতি এবং একটি কাঠের বাটযুক্ত ১৪ ইঞ্জি চাপাতি, একটি ৯.৫০ ইঞ্চি চাকু।

৯. কিছু বিস্ফোরক গ্রেনেডের অংশ বিশেষ।

১০. একটি ভাঙা ল্যাপটপের অংশ বিশেষ কিছু বোমার অংশ বিশেষ।

১১. তিনটি হাতুড়ি ও একটি র‌্যাত।

১২. ৮৭টি গুলির খোসা এবং ধাতব বল ৫০টি।

এছাড়া আরও ১২ ধরনের জঙ্গিদের ব্যক্তিগত মালামাল ও আলামত জব্দ করেছে পুলিশ। সেগুলো হলো:

১. চারটি ঘাড়ে ঝোলানো র‌্যাকসিনের ব্যাগ।

২. চারটি কালো কম্বল।

৩. দুটি কালো টি-শার্ট, একটি কালো ট্রাউজার, একটি কালো হাফপ্যান্ট, একটি কালো ফুলপ্যান্ট, ছাই রঙের ফুলপ্যান্ট একটি, তিনটি লুঙ্গি, পাম বালিশ তিনটি, একটি কালো রঙের জ্যাকেট, একটি ল্যাপটপ রাখার ব্যাগ।

৪. একজোড়া কেডস। একজোড়া কালো প্লাস্টিকের স্যান্ডেল।

৫. একটি টেবিল ল্যাম্প। একটি চশমা।

৬. একটি সিলভারের পাতিল।

৭. তিনটি সিলভারের ছোটবড় ঢাকনা।

৮. একটি চুলকাটা মেশিন ও একটি চুলকাটার কাঁচি।

৯. একটি টেবিল ঘড়ি (ছোট)।

১০. একটি সিলভারের কলসি, যার একাংশ ফাটা।

১১. একটি প্লাস্টিকের জগ।

১২ অনুমান পাঁচফুট লম্বা একটি সাদা ইলাস্টিক।

পুলিশ জানিয়েছে, এসব আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন আলামতের নমুনা সংগ্রহ করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘মামলাটি বর্তমানে আমাদের থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক তদন্ত করছেন।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাড়িওয়ালাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

/এমএনএইচ/