এ বিষয়ে জানতে চাইলে জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাঘ মাদ্রাসার মুহাদ্দেস মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘এমন গল্প আমরাও শুনেছি। তবে এ তথ্যের কোনও ভিত্তি নেই। কোরআন-হাদিসে এ বিষয়ে কোনও তথ্য নেই। এটি আসলে মানুষের মুখে প্রচিলিত গল্প বলা যায়, যার কোনও সত্যতা নেই।’
ধর্মীয় কোনও ভিত্তি না থাকলেও বৈজ্ঞানিক ভিত্তি আছে কি নেই, এমন প্রশ্নের জবাবে প্রাণিবিদ ডা. শেখ শাহিনুর ইসলাম বলেন, ‘পশুর অনুভুতি আছে। যে কোনও পশুকে আঘাত করলে তারা কষ্ট পায়, সে কারণে কান্না করতে পারে। ধারাবাহিকভাবে কোনও পশুকে নির্যাতন করলে বা আঘাত করলে সেই পশুটি আশঙ্কায় থাকে তাকে আবারও আঘাত করা হতে পারে। এজন্য পশু ভীত থাকতে পারে। তবে কান্নার বিষয়টি দীর্ঘ দিন ধরে প্রচলিত কিংবদন্তী।’
/সিএ/এইচকে/