X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ

বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মে ২০২৫, ১৬:০৬আপডেট : ০৯ মে ২০২৫, ১৮:৩৭

প্রচণ্ড গরমের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দিয়েছেন বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিক্ষুব্ধ এই মানুষদের একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি স্প্রে করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়াও বিক্ষোভকারীদের জন্য কয়েকটি গাড়িতে করে খাবার পানি সরবরাহ করেছে ঢাকা ওয়াসা। 

শুক্রবার (৯ মে) বিকাল ৩টার দিকে সমাবেশস্থলে এমন দৃশ্য দেখা যায়। সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীদের গরমের তীব্রতা থেকে স্বস্তি দিতে স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি ছেটাচ্ছে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ লেখা সম্বলিত একটি গাড়ি।

বিক্ষোভকারীদের জন্য ওয়াসার খাবার পানির গাড়ি (ছবি: সংগৃহীত)

বিক্ষোভকারীরা বলেন, তীব্র গরমে সিটি করপোরেশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের মতো একটি যৌক্তিক দাবিতে আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের শীতল করার জন্য আমরা সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাই।

এমন উদ্যোগের জন্য সিটি করপোরেশনকে সাধুবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা

আসাদুল ইসলাম নামের একজন বিক্ষোভকারী বলেন, প্রচণ্ড গরম পড়েছে। যত পানি খাই, তৃষ্ণা মেটে না। সিটি করপোরেশনের এই পানি ছিটানো বৃষ্টির মতো মনে হচ্ছে। এখন আবহাওয়াও কিছুটা শীতল লাগছে। সিটি করপোরেশনের এমন উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানাই।

এনসিপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

আজ দুপুরে জুমার নামাজের পর সমাবেশের ডাক দিয়েছিল এনসিপি। ঘোষণা অনুযায়ী, দুপুরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয় সমাবেশ।

প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছেই মঞ্চ তৈরি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও জামায়াত-শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
সর্বশেষ খবর
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান